ছায়া ছবির গানের লিরিক - শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা তোমার দেওয়া আগাত আমার দেয় যে মধুর বেদনা ...
৩:৩৯ PM
ছায়া ছবির গানের লিরিক - শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা
শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা তোমার দেওয়া আগাত আমার দেয় যে মধুর বেদনা
যে চোখে তোমার প্রেমের কাজল সে চোখে আবার বিষের অনল ২ সপ্ন হয়ে পিছু ডাকে দুঃখ দিয়ে দূরে থাকো তুমি আমার সাধনা
তুমি আমার পুর্নিমা চাঁদ রাত্রি দিনের মন্ত্রনা
যে হাতে তোমার বরন মালা সেহাতে আবার মরন জালা বন্ধু তোমারে ডাকতে গেলে ভালোবেসে শুন্য হলাম অংগ তে আমার জন্ত্রনা
বাউল গানের লিরিক্স দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরান ভরে নাই আমি আগেই জানাই রাখি আবার যেনো তোমার দেখা পাই।। বাবা তোমার মধুর বানি পরানও ভ...
৩:৩২ PM
বাউল গানের লিরিক্স দয়াল তোমার সনে প্রেম করিয়া আমার পরান ভরে নাই আমি আগেই জানাই রাখি আবার যেনো তোমার দেখা পাই।। বাবা তোমার মধুর বানি পরানও ভরিয়া শুনি ঐ সুর ধনি আর কোথাও নাই।। তোমায় দেখলে যেনো আবার চিনি পাইয়া যেনো না হারাই।।
প্রানের বান্ধব তোমার সনে কত মধুর আলাপনে কত নিশি যাগিয়া কাটাই।। ওরে জাগে আমার ব্যথা মনে বুক চিরে কারে দেখাই।।
আগেই আমি রাখছি বলে লইয়া যাইয়ো সময় হলে যার তার সনে কেমন করে যায়।। ওওরে বাউল কবি রহমানে সে আশাতে রাত কাটাই।।
হাসি মুখে থাকি বলে রে আমি কিন্তু সুখি নয়।। দুঃখটারে গোপন রাখার করি অভিনয়।। আমি যেই দুঃখটা বুকের ভিতর চেপে রাখলাম বুকে চোখের পানি দেখলে হয়তো ...
৩:৩০ PM
হাসি মুখে থাকি বলে রে আমি কিন্তু সুখি নয়।। দুঃখটারে গোপন রাখার করি অভিনয়।।
আমি যেই দুঃখটা বুকের ভিতর চেপে রাখলাম বুকে চোখের পানি দেখলে হয়তো যেনে যাবে লোকে।। এমন কিছু দুঃখ থাকে রে ওরে শখি একা একাই সইতে হয়।।
অনেক দুখে কারো কারো দুচোখ ভরে জলে অনেক সময় হাসে মানুষ বেশি দুঃখ পেলে।। আমিও হই তাদের দলে হইতো মুখে হাসি রই।।
হাসি খুশি থাকতে চাইলেও তবু হঠাৎ হঠাৎ বুকের মাঝে উকে মারে শত ব্যথার আগাত।। সুখে থাকতে দিও মোরে বাউল সালেহ ক্ষমা চায়।।
আমার পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া যাও (২) ওলুগুলু নদী নালা খাল বিলা পাহাড় পর্বত টানা টিলা গেরাম বাড়ী দারুন ঘোরা চলে ধিরে ধিরে (২০ মাঝে মধ্...
২:১৫ PM
আমার পাগলা ঘোড়া রে কই মানুষ কই লইয়া যাও (২) ওলুগুলু নদী নালা খাল বিলা পাহাড় পর্বত টানা টিলা গেরাম বাড়ী দারুন ঘোরা চলে ধিরে ধিরে (২০ মাঝে মধ্যে টক্কর মাইরা শুন্যে উড়াল মারে ...রে ঐ
এক জাতের নারী আছে পায়ের গুছা মোডা এই নারীরে করলে বিয়া বংশে পড়ে খোডা (২) আর এক জাতের নারি আছে হাতের গোছা মোডা এই নারীরা মরিছ বাটতে গিয়া তারা ভাংগে হারছে পাডা ......ঐ
কথাঃ কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে লিরিক বাউল সালাম গীতিকার ও সুরকারঃ বাউল সালাম সরকার কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা...
১:৫৬ PM
কথাঃ কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা করে লিরিক বাউল সালাম গীতিকার ও সুরকারঃ বাউল সালাম সরকার
কি সুন্দর এক গানের পাখি মন নিয়া সে খেলা দেখতে ভালো গায় সে ভালো আরও ভালো লুকাইতো তার অন্তরে (২)
পাখিটার চোখে আছে যাদু পাখিটার মুখে আছে মধু (২) যখন তখন যারে পুইড়া মারে (২)
পাখিটাকে দিতে হয় গানের বায়না এছাড়া সে কারো বাড়ি যেতে চাইনা (২) টাকা পয়সা দিলে পাখি কত কি করে (২)
পাখিটাকে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেলাম আমি শুধু জালা (২) তবু সালাম পাখি নিয়া চিন্তা করে (২) Content Writing Copyright By ♠Baul Gan24♠
কথাঃ অপরাধী হইলেও আমি তোর গীতিকার সুরকারঃ ওকিল মুন্সি আমি তোর পিরিতের মরা চাইয়া দেখনা এক নজর অপরাধী হইলেও আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইল...
১:৫৩ PM
কথাঃ অপরাধী হইলেও আমি তোর গীতিকার সুরকারঃ ওকিল মুন্সি
আমি তোর পিরিতের মরা চাইয়া দেখনা এক নজর অপরাধী হইলেও আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলেও আমি তোর (২)
আমায় যদি দাও তাড়াইয়া এমন জায়গ নাই খুজিয়া এই অভাগা ঝুড়াইতাম অন্তর (২) আমায় যদি ভিন্ন বাসো আমি তোরে কইনা পর (২) ঐ
কত কষ্ট আমার বুকে দেইখা হাসে পাড়ার লোকে তোর কি নাই কলংকেরি ডর (২) আমি যদি যায় মরিয়া কে করবে তোরে আদর (২) রাজা হইয়া প্রজার বুকে মারিলা তীর আমার বুকে ছাই করিলা পুড়াইয়া অন্তর (২) ওকিলেরে দিও দেখা হবে যেদিন রোজ আসর (২)