#আমি তুমি কোনো কালে এক ভিন্ন আর দুই বুঝি নাই,
:-তোমা হতে আমি হয়ে পৃথক বলে ভাবছি তাই।।
÷
#কিয় ছায়া এই দুনিয়ার সকলি যে বটে তোমার
:-আমিত্ব সমুদ্রে সাঁতার ডুবাডুবি খেলছি লাই,
#তুমি বাগান বাগান তুমি মালী সবেই করছে বলাবলি
:-মুখে দিয়া চুনা কালি বহুরূপী সেজে ঘুরাই।।
÷
#হয়ে এবার মাটির দেহি সারা জীবন বোঝা বহি
:-কত কষ্ট গেলাম সহি ভাবনা চিন্তায় দিন কাটাই,
#তুমি হও অনন্ত অসীম বুঝি না তাই ঘোড়ার ডিম
:-কালি কৃষ্ণ করিম রহিম কত নামে ডাকছি তাই।।
÷
#একে হুদা দুইয়ে খোদা তিনেতে হইয়াছ জুদা
'-চার মঞ্জিলে রইলে ছুদা বিরাজ কর সকল ঠাঁই,
#খুলে বদন নকলে রূহু তামাচ্ছুলে হয় আল্লাহু
:-এমসি বুরুজ খুলে রূহু ভাবলে আপন হারিয়ে যাই।।
÷
#তোমারি সব স্বরূপ ছবি গ্রহ তারা শশী রবি
:-চক্ষে যাহা দেখছি সবই রূপ ধরেছ আলেক সাঁই,
#জালালে কয় ভুলে পড়ে চিনা আর হলনা মোরে
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন