Recent Post

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

পিরিতে জান্নাতের ফল ধরল না মোর বাগানে লিরিক -

পিরিতে  জান্নাতের ফল ধরল না মোর বাগানে :কী সুখে জীবন কাটাব যাব আমি কোনখানে :* আজ  আমারই বুক ফেটে গেল ভালোবাসার বিকারে :-পাথর গলে হইত পানি কা... thumbnail 1 summary

পিরিতে জান্নাতের ফল ধরল না মোর বাগানে
:কী সুখে জীবন কাটাব যাব আমি কোনখানে

আজ আমারই বুক ফেটে গেল ভালোবাসার বিকারে
:-পাথর গলে হইত পানি কানতাম যদি পাহাড়ে
#দিলের ব্যাথা কইবো কারে শুধু আমার মন জানে।।

#তাজমহলে পাথর হাসে লইয়া তার জীবন্ত প্রান
:-অন্তরে মমতাজ ঘুমায় বাইরে জাগে শাহজাহান
#দেখলে পরে প্রাণ বিদরে পানি ঝড়ে নয়নে।।

#দামি তথা দুনিয়াতে কবিতা আর গীতিগান
:-নারীর বিরহে ণেখা কিতাবেতে পাইলো স্থান
#সারা জীবন রয় পেরেশান মিছা মায়ায় মন টানে।।

#মায়ার মোহ ছাড়াইয়া বন্ধনহারা হইলে
:-প্রেমের গন্ধে পাগল ছন্দে রসিক নাচে একতালে
#জালাল উদ্দীন প্রেমানলে পুড়ছে মৌলার ধ্যানে।।


কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন