Recent Post

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

(**কবি জালাল খাঁ**) নাই তুমি নাই মিশে গেছ ফুল জাগানো আলো হাওয়ায়

(**কবি জালাল খাঁ**) নাই তুমি নাই মিশে গেছ ফুল জাগানো আলো হাওয়ায় আজ অবধি তাই তোমারে খুঁজতে গিয়া কেউ নাহি পায়।। হাওয়া মাটি আগুন জলে মিশিয়া যোগ... thumbnail 1 summary
(**কবি জালাল খাঁ**)
নাই তুমি নাই মিশে গেছ
ফুল জাগানো আলো হাওয়ায়
আজ অবধি তাই তোমারে
খুঁজতে গিয়া কেউ নাহি পায়।।
হাওয়া মাটি আগুন জলে
মিশিয়া যোগ হয়ে গেলে।
আলেক সাঁই মানুষে বলে
কেউ জানে না রও কোথায়।।
আগে ফুল সাজিয়া পরে
রঙিন ফলটি রসে ভরে।
রয়ে গেছে তার ভিতরে
তিতা মিটা না দেখা যায়।।
ভাবিয়া জালালে বলে
গোপন হয়ে তুই রয়ে গেলে।
এটা খুব অন্যায় করলে-
দিন কাটাব কার আশায়।।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন