বধু আমার প্রাণ পুতুল
তোমার বিরহে সদায় জ্বলিছে পরান।
হয়ত মোরে দেখা দেও নইলে নিয়া দেও কোরবান।
্
এ সংসারের যত আশা, যত রকম মমতা
সবই আমার বিষ লাগিছে মিষ্টি লাগে তোর কথা,
্
প্রেম ফাসি দিয়া মোরে মন করেছ উতলা,
কার কাছে বলিব দূ:খ কে বুঝিবে সেই জ্বালা,
গলেতে লাগাইয়া ডুরি কোথায় থেকে মার টান।।
্
তুমি ধনী আমি কাঙ্গাল ওগো আমার মহাজন
চরণ তরী দেও আমারে করি তোমায় নিবেদন,
হৃদয়পুরে গুনগুন সুরে গাইতে আছি তোমার গান।
তোমার বিরহে সদায় জ্বলিছে পরান।
হয়ত মোরে দেখা দেও নইলে নিয়া দেও কোরবান।
্
এ সংসারের যত আশা, যত রকম মমতা
সবই আমার বিষ লাগিছে মিষ্টি লাগে তোর কথা,
্
প্রেম ফাসি দিয়া মোরে মন করেছ উতলা,
কার কাছে বলিব দূ:খ কে বুঝিবে সেই জ্বালা,
গলেতে লাগাইয়া ডুরি কোথায় থেকে মার টান।।
্
তুমি ধনী আমি কাঙ্গাল ওগো আমার মহাজন
চরণ তরী দেও আমারে করি তোমায় নিবেদন,
হৃদয়পুরে গুনগুন সুরে গাইতে আছি তোমার গান।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন