Recent Post

শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

পাক পাঞ্জাতন ও আহলে বাইয়াত কি?

পাক পাঞ্জাতন ও আহলে বাইয়াত কি? পাক অর্থ - পবিত্র। পাঞ্জা অর্থ-পাঁচ। তন অর্থ-দেহ। পাক পাঞ্জাতন অর্থ- পবিত্র পাঁচ দেহ। অর্থাৎ প্রতিটি মা... thumbnail 1 summary
পাক পাঞ্জাতন ও আহলে বাইয়াত কি?
পাক অর্থ - পবিত্র।
পাঞ্জা অর্থ-পাঁচ।
তন অর্থ-দেহ।
পাক পাঞ্জাতন অর্থ- পবিত্র পাঁচ দেহ।
অর্থাৎ প্রতিটি মানবই পঞ্চ চিজ দেহ বিশিষ্ট।
১। আগুন ২। পানি ৩। বাতাস ৪। মাটি ৫। নূর
রাসুল (সাঃ) তাঁর জীবদ্দশার পর তার নিজের পরিবারের মধ্যে যাদের অনুসরন করার জন্য মানব জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন তারাই হলো আহলে বাইত এ সম্পর্কে বিবি আয়েশা (রাঃ) বলেন - একদিন রাসুল সাঃ একটি কালো রংয়ের পশমী চাদর পরিহিত অবস্থায় ছিলেন । এমন সময় হাসান (রাঃ) এলেন। নবীজি তাকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর হুসাইন রাঃ এলেন তাকে ও নবীজি চাদরে ঢুকিয়ে নিলেন এরপর বিবি ফতিমা (রাঃ) এবং হযরত আলী(রাঃ) কেও চাদরের ভিতরে নিলেন । অবশেষে সবাইকে ধরে রাসুল (সাঃ) তেলওয়াত করলেন ‘ আল্লাহ শুধু এই ইচ্ছাই করেন যে, তোমাদের মধ্যে থেকে অপবিত্রতা দূর করবেন। আহলে বাইত এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করবেন। " সহীহ মিশকাত "
পাক-পাঞ্জাতনের মাহাত্ম্য উপলব্ধি করার পর আমার মনে প্রশ্ন জাগে মাওলা আলী (আঃ), মা ফাতেমা, হাসান আঃ, হোসেন (আঃ), তাঁদের চর্চা মুসলিম সমাজে এত কম কেনো ? তাঁরা এতো অবহেলিত কেন?
যাঁরা কোরআনে ঘোষিত একমাত্র কাউসার দাতা, তাঁদের প্রতি মুসলিম সমাজের এত অবহেলা কেন ?মক্তব, মাদ্রাসায়, ধর্মীয় জলসায়, তাফসির মাহফিলে তাঁদের আলোচনা তাঁদের বয়ান নেই কেন ? নবী- বংশের বিরুদ্ধে যে সকল সাহাবীগণ চক্রান্ত করেছিল, পাক- পাঞ্জাতনের প্রতিটি সদস্যের সাথে নিষ্ঠুর আচরন করেছিল এবং তাঁদের তিলে তিলে ধ্বংস করেছে, তাঁদের সন্মান বৃদ্ধি করার জন্য আলেম সমাজের এত প্রয়াস কেনো ? এদেশের অনেক আলেম সমাজ মুখে মাওলা আলী (আঃ), মা ফাতেমা, হাসান আঃ, হোসেন (আঃ) নাম তো শুনিই না বরং যারা পাক পাঞ্জাতনের নিয়ে কথা যাঁরা পাক পাঞ্জাতন নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাঁদের জন্য ফতোয়া আসে শিয়া। আশ্চার্য! এ কেমন ভালবাসা ইসলাম এবং ইসলামের নবীর প্রতি, মুখে বলি নবী নবী কিন্তু নবীর প্রিয় মেয়ে মা ফাতেমা, নয়নের মনি হাসান হোসাইন এবং পাঁচ বছর বয়স থেকে যে আলীকে নিজের সন্তানের মত কোলে পিঠে করে নবী নিজে তাঁর আদর্শে মানুষ করেছেন তাঁদের সাথে বর্তমানের এক শ্রেণীর মৌল্লা মুন্সিদের এতো এলার্জি কেন তাঁদের নাম সব সময়ই ডেকে রাখতে চায় কেন আবার কেউ ভালবেসে তাঁদের নিলে শিয়া ফতোয়া দেয় কেন? কি রহস্য বা কি ইতিহাস লোকাইত রয়েছে তা সাধারণ মানুষ জানার দরকার, তা নইলে সত্য উৎঘাটন হবেনা। মিথ্যার জগতেই বাস করতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই সত্যকে ডেকে রাখা যায়না সত্য সব সময়ই সত্য, সত্য কোনদিন ধংস হয়না, সত্য সময় খুজেঁ প্রকাশিত হওয়ার জন্যে। পাক পাঞ্জাতনের কথা বলে পাক পাঞ্জাতনকে ভালবেসে যদি শিয়া হতে হয় তবে নির্ভয়ে
হয়ে যাবো কারণ রাসূল যেহেতু পাক পাঞ্জাতনকে ভালবেসেছেন। তাই
আমরা ভালোবাসবো।।।।কপ
ি।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন