Recent Post

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

ধর্ম হতে এই জগতে দলাদলি কেবল সার :-ভুলে পড়ে জালাল ঘোরে মন হইলো না পরিষ্কার- কবি জালাল উদ্দিন খানঁ সমগ্র,

# ধর্ম  হতে এই জগতে দলাদলি কেবল সার :-ভুলে পড়ে জালাল ঘোরে মন হইলো না পরিষ্কার।। :+ # এই  বিশ্ব ব্রম্মান্ডময় একের মন্দ অন্যে কয় :-করে কত হ... thumbnail 1 summary

#ধর্ম হতে এই জগতে দলাদলি কেবল সার
:-ভুলে পড়ে জালাল ঘোরে মন হইলো না পরিষ্কার।।
:+
#এই বিশ্ব ব্রম্মান্ডময় একের মন্দ অন্যে কয়
:-করে কত হিংসা উদয় ঘৃণার চক্ষে চায় আবার,
#কাগজের এই বস্তা ফেলে মহাসত্যের দেশে গেলে
:-ভেসে যাবে সব সলিলে ধর্ম বলতে নাই কিছু আর।।
:+
#আদম থেকে শুরু করে মানুষ যত এ সংসারে
:-বদ্ব হইল নিয়মাচারে ভাবের নাহি পারাপার,
#চলতে আছে যার তার মতে থাকতে সুখে শৃঙ্খলাতে
:-খ্রিস্ট হিন্দু নানা জাতে গর্ব করে যাহার তাহার।।
:-
#দল পাকাইয়া ঘটায় বিবাদ হইল অনেক জং ফাসাদ
:-ইসলাম তাতে করল আবাদ বড় বড় জুরওয়ার,
#বিবাদের বাহানা ধরে কত নবী পয়গম্বরে
:-ফন্দি মতে বন্দি করে জয় করিল এ সংসার।
:+
#সাম্যবাদের গম্য পথে বুদ্ধুই শুদ্ধ এই জগতে
:-আর সকলই মনের মতে করছে কিছু অনাচার,
#সত্যনিষ্ঠা রাখতে গিয়া মারপিটের আশ্রয় নিয়া
:-ধর্ম গেল প্রচারিয়া বাতির নিচে রয় অন্দকার।।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন