Recent Post

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদায়।।

ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়, অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদায়।। প্রমময়ের প্রেম-মুখ, দেখবার আশে কতই দুঃখ স্থুল জগতে হইল ... thumbnail 1 summary
ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়,
অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদায়।।
প্রমময়ের প্রেম-মুখ, দেখবার আশে কতই
দুঃখ স্থুল জগতে হইল সূক্ষ্ম, তাই সে চিনা বিষম দায়।।
ভাবেতে ব্র্রম্মান্ড ঘুরে বিশ্বব্যাপী একটি তারে
প্রানের কথা ধীরে ধীরে, কানের কাছে কয়ে যায়।।
কাননে ঐ কুসুম কলি, ঝরে ফুটে আসে অলি
রক্তজবা জুই চামেলি, আপনা রঙ্গ আপনি চায়;
গিরি গুহায় বর্তমান, আছে কত ভাবের পাষান
একজনেরি অনু সন্ধান, করতেছে লতায় পাতায়।।
কেন জন্ম-মৃত্যু হয় কয়জনে তান খবর লয়
গ্রহ তারা গগনময়, মিটি মিটি কেন চায়;
ভাবের সাগর গভীর ভারি, সকলের ঘটেনা পাড়ি
প্রেমিকে ভাঙ্গা তরী, বিন বাতাসে উজান ধায়।।
ভাব- নদীতে জীবনধারা, চলছে ভাটি, রয় না খাড়া
তেমনি করে যায় যে মারা, বাহ্য-লীলা ভল কোথায়;
জালাল কয় মোর ভাবের গোল, গুরু বিনে যায়না খোলা
দুই চক্ষৈ পড়েছে ধুলা, মন মজেনা চরন-সেবায়।।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন