বসন্ত বাতাসে ফুল ঝরে নতুন গাছ তলে
সাধু বিনে পায়না মধু তারাই গিয়া ফুল তুলে।।
ডালে যখন ধরে কলি মনরঙ্গে আসে ওলি
ছেড়ে কলম কাগজ কালি বসিতে হয় খুব নিরলে।।
সে ফুল নয় সামান্য ধন সাধনার পরশ-রতন
মাতৃসিদ্বি গিরুর চরন পঞ্চত্ব বিচার হলে
যখন সে ফল ধরবে গাছে থাকিতে হয় তাহার কাছে
নিত্য খাইলে মরা বাঁচে পাইতে পারে লাবে-মুলে।।
আছে ফুলে দুই সিফত শরিয়তের মধ্যে মারফত
আলিমে না দিবে সে মত আউলিয়া যার অনুকুলে।
জালাল উদ্দিন কয় তারে খুঁজে নিতে হয়
বুজলে পরে গোপন বিষয় মালতে পারে ভাগ্যবলে।।
সাধু বিনে পায়না মধু তারাই গিয়া ফুল তুলে।।
ডালে যখন ধরে কলি মনরঙ্গে আসে ওলি
ছেড়ে কলম কাগজ কালি বসিতে হয় খুব নিরলে।।
সে ফুল নয় সামান্য ধন সাধনার পরশ-রতন
মাতৃসিদ্বি গিরুর চরন পঞ্চত্ব বিচার হলে
যখন সে ফল ধরবে গাছে থাকিতে হয় তাহার কাছে
নিত্য খাইলে মরা বাঁচে পাইতে পারে লাবে-মুলে।।
আছে ফুলে দুই সিফত শরিয়তের মধ্যে মারফত
আলিমে না দিবে সে মত আউলিয়া যার অনুকুলে।
জালাল উদ্দিন কয় তারে খুঁজে নিতে হয়
বুজলে পরে গোপন বিষয় মালতে পারে ভাগ্যবলে।।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন