Recent Post

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

কবি জালাল উদ্দিন খানঁ সমগ্র · ♦অন্তরে বাজিছে বীনা পঞ্চরাগে মধুর স্বরে শুনতে ইচ্ছা হলে করো ধ্যান কর অন্তঃপুরে।।

কবি জালাল উদ্দিন খানঁ সমগ্র   ·   ♦ অন্তরে বাজিছে বীনা পঞ্চরাগে মধুর স্বরে শুনতে ইচ্ছা হলে করো ধ্যান কর অন্তঃপুরে।। ♦ উদারা-মুদারা তারা, ঠিক... thumbnail 1 summary
কবি জালাল উদ্দিন খানঁ সমগ্র · 
অন্তরে বাজিছে বীনা পঞ্চরাগে মধুর স্বরে
শুনতে ইচ্ছা হলে করো ধ্যান কর অন্তঃপুরে।।
উদারা-মুদারা তারা, ঠিক করেছে সাধু যারা
তিন তারে এক শব্দ ছাড়া বাজায় না জীবন ভরে।।
সপ্তসুরে ত্রিবেণিতে,ধ্বনি ফোটে এক সঙ্গেতে।।
বাসুকি পাতাল হতে ভেসে উঠে যায় উপরে।।
ঝঙ্কারিয়া মধ্যম তার,যদি ভাসে
ধ্বনি কাহার
তালে-বোলে সেই বেসুরায় শ্রুতি নষ্ট এক্কেবারে
ঠিক করিয়া মধ্যমান, সুজনে গাহিছে গান
কাদিছে জালালের প্রান তেতলায় বেতালা ধরে।।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন