Recent Post

বুধবার, ২৫ জুলাই, ২০১৮

প্রানে আমার চায়রে যারে মন যারে চায়, :-কেন না বাসিব ভালো পরের কথায় রে। #প্রানে আমারা ---------

কবি জালাল উদ্দিন খানঁ সমগ্র September 25, 2015  ·  :* # প্রানে  আমার চায়রে যারে মন যারে চায়, :-কেন না বাসিব ভালো পরের কথায় রে। #প্রানে আম... thumbnail 1 summary

#প্রানে আমার চায়রে যারে মন যারে চায়,
:-কেন না বাসিব ভালো পরের কথায় রে।
#প্রানে আমারা ---------------।

#সখিরে-পুরী ছাড়লাম, ডুরি ছাড়লাম, ছাড়লাম সুখের ভাতা,
:-বিরহ বেদনার শেল কলিজাতে গাঁথা-
#প্রানে ------------------।

#সখিরে-তাল গাছেরই আগায় বাবুই বানায় চিকন বাসা,
:-বাতাস আইলে রঙ্গে দোলে আমার নাই সে আশা রে।
#প্রানে ----------------।

#সখিরে -ঝিঙ্গাফুলের রূপ দেখিয়া বসে প্রজাপতি,
:-রূপের জোয়ানি নাই পাই না প্রানপতি রে-
#প্রানে -----------------।

#সখিরে -সে যদি হয় চন্দন বৃক্ষ আমি হইব লতা
:-বুকে মিশে গন্ধ লইব কইব মনের কথা রে-
#প্রানে আমার চায় যারে রে।।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন