Recent Post

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

আগে কি সুন্দর দিন কাটাইতাম - মিউজিক কারওকে

আগে কি সুন্দর দিন কাটাইতাম - সুধু মিউজিক ডাওনলোড-Download Video কারওকে thumbnail 1 summary
আগে কি সুন্দর দিন কাটাইতাম -
সুধু মিউজিক ডাওনলোড-Download
Video কারওকে

তিন পাগলের হলো মেলা- লালনগীতি

Download তিন পাগলে হলো মেলা নদে এসে তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।। একটা পাগলামি করে জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়ছে ঢলে ধূল... thumbnail 1 summary

Download
তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।

একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।

একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে ।।

পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !!

কানার হাট বাজার- লালনগীতি

বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা চোগলখোরে সাধু কানা অন বিচারে আন্দাজে ... thumbnail 1 summary

বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।
এসব দেখি কানার হাট বাজার।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে
চেনে না সীমানা কার।

এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।

কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।

খাচার ভিতর অচিন পাখি -লালনগীতি

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়ে। আট কুঠুরী নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝরকা কাঁটা তার উপরে সদর কোঠা... thumbnail 1 summary

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

রবে না এ ধন জিবনও - লালনগীতি

মন আমার গেল জানা । কারো রবে না এ ধন জীবন যৌবন … তবেরে কেন এত বাসনা; একবার সবুরের দেশে বয় দেখি দম কষে উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । । যে করল... thumbnail 1 summary

মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরুপে প্রভু করে ছলনা। ।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । ।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা । ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা । ।

জাত গেলো জাত গেলো বলে- লালনগীতি

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না না…. আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে কি জাত হবে যাবা... thumbnail 1 summary

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না….

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা…….

সহজ মানুষ ভজে দেখ দেখি মন - লালনগীতি

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ ল... thumbnail 1 summary

সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে

ভজ মানুষের চরণ দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরায় এই ভেদ লও জেনে

শুনি ম’লে পাবো বেহেস্তখানা
তা শুনে তো মন মানে না
বাকির লোভে নগদ পাওনা
কে ছাড়ে এই ভুবনে

আচ্ছালাতুল মেরাজুল মোমেনীনা
জানতে হয় নামাজের বেনা
বিশ্বাসীদের দেখাশুনা
লালন কয় এই ভুবনে

এক গাছে চার রঙ ধরেছে- লালনগীতি

Download এক ফুলে চার রঙ ধরেছে সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে।। কারণবারির মধ্যে সে ফুল ভেসে বেড়ায় একুল ওকূল। শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল সে ফু... thumbnail 1 summary

Download
এক ফুলে চার রঙ ধরেছে
সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে।।
কারণবারির মধ্যে সে ফুল
ভেসে বেড়ায় একুল ওকূল।
শ্বেতবরণ এক ভ্রমর ব্যাকুল
সে ফুলের মধুর আশে ঘুরতেছে।।
মূল ছাড়া সে ফুলের লতা
ডাল ছাড়া তার আছে পাতা।
এ বড় অকৈতব কথা
ফুলের ভাব কই কার কাছে।।
ডুবে দেখ মন দেল-দরিয়ায়
যে ফুলে নবীর জন্ম হয়
সে ফুল তো সামান্য ফুল নয়,
লালন কয় যার মূল নাই দেশে।।

ধন্য ধন্য বলি তারে - লালন গিতি

Download ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাইকো মাটি কিসে ঘর রবে খাঁটি ঝড়ি তুফান ... thumbnail 1 summary

Download
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে……

প্রেমও শেল মারিলো বুকে মরি হায় হায় আমার অন্তরায়- গানের কথা

“আমার অন্তরায় আমার কলিজায়, প্রেমশেল বিন্ধিলো বুকে, মরি হায় হায়।” মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিলো চৌচির কেমন শিকারী তীর মারিলো গো বিষ মাখিয়া তী... thumbnail 1 summary
“আমার অন্তরায় আমার কলিজায়,
প্রেমশেল বিন্ধিলো বুকে, মরি হায় হায়।”
মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিলো চৌচির
কেমন শিকারী তীর মারিলো গো
বিষ মাখিয়া তীরের মুখে
মারিলো তীর আমার বুকে
দেহ থুয়া প্রাণটা লয়া যায়।
প্রথম যৌবন বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া গেলো ছাইড়া গেলো গো (২)
জ্বালাইলো যে প্রেমো আগুন
জল দিলে তা বাড়ে দ্বিগুন (২)
এখন আমি কী করি উপায়?
ইট কামলারা ইট বানাইয়া,
চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো (২)
ভিতরে পুড়িয়া সারা,
মাটি পুড়ে হয় আঙ্গারা (২)
দুরবীন কয় এমন দশা আমারো বেলায়।
কথা ও সুরঃ সাধক দূরবীন শাহ্।

শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

সরুপ তুই বিনে দুখ বলিবো কার কাছে-মুক্তা সরকার mp3

ডাওনলোড কারার নিয়ম- ওয়েব সাইটে ঢুকে - Download now ক্লিক করবেন- ধন্যবাদ thumbnail 1 summary

ডাওনলোড কারার নিয়ম-
ওয়েব সাইটে ঢুকে - Download now ক্লিক করবেন- ধন্যবাদ

আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়ারে -মুক্তা সরকার mp3

ডাওনলোড করার নিয়ম- ওয়েব সাইটে ঢুকে Download now ক্লিক করবেন thumbnail 1 summary

ডাওনলোড করার নিয়ম-
ওয়েব সাইটে ঢুকে Download now ক্লিক করবেন

আমার হৃদয় কালা প্রেম জালার আগুনে গো-মুক্তা সরকার mp3

ডাওনলোড কারার নিয়ম- ওয়েব সাইটে ঢুকে Download now ক্লিক করবেন thumbnail 1 summary

ডাওনলোড কারার নিয়ম-
ওয়েব সাইটে ঢুকে Download now ক্লিক করবেন

ও সাথি একবার এসে দেখে যাও কত সুখে আছি- মুক্তা সরকার mp3

ডাওনলোড করার নিয়ম- Download now ক্লিক করবেন- লিংক-  Download thumbnail 1 summary
ডাওনলোড করার নিয়ম-
Download now ক্লিক করবেন-
লিংক- Download