Recent Post

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

প্রেমও শেল মারিলো বুকে মরি হায় হায় আমার অন্তরায়- গানের কথা

“আমার অন্তরায় আমার কলিজায়, প্রেমশেল বিন্ধিলো বুকে, মরি হায় হায়।” মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিলো চৌচির কেমন শিকারী তীর মারিলো গো বিষ মাখিয়া তী... thumbnail 1 summary
“আমার অন্তরায় আমার কলিজায়,
প্রেমশেল বিন্ধিলো বুকে, মরি হায় হায়।”
মারিয়া ভুজঙ্গ তীর
কলিজা করিলো চৌচির
কেমন শিকারী তীর মারিলো গো
বিষ মাখিয়া তীরের মুখে
মারিলো তীর আমার বুকে
দেহ থুয়া প্রাণটা লয়া যায়।
প্রথম যৌবন বেলা
আমারে পাইয়া অবলা
প্রেম শিখাইয়া গেলো ছাইড়া গেলো গো (২)
জ্বালাইলো যে প্রেমো আগুন
জল দিলে তা বাড়ে দ্বিগুন (২)
এখন আমি কী করি উপায়?
ইট কামলারা ইট বানাইয়া,
চৌদিকে ভাটা সাজাইয়া
মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো (২)
ভিতরে পুড়িয়া সারা,
মাটি পুড়ে হয় আঙ্গারা (২)
দুরবীন কয় এমন দশা আমারো বেলায়।
কথা ও সুরঃ সাধক দূরবীন শাহ্।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন