Recent Post

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

কানার হাট বাজার- লালনগীতি

বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার। পণ্ডিত কানা অহংকারে মাতবর কানা চোগলখোরে সাধু কানা অন বিচারে আন্দাজে ... thumbnail 1 summary

বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।
এসব দেখি কানার হাট বাজার।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে
চেনে না সীমানা কার।

এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারে বার।

কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা
লালন তেমনি মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন