Recent Post

শনিবার, ১১ আগস্ট, ২০১৮

#নির্বোধ গল্প

এমনিইতো গাধা নির্বোধ জীব, তদুপরি যদি বৃদ্ধ হয় তবে তো আরও নির্বোধ হয়। এই আমি/আমরা নির্বুদ্ধিতার চরম সীমায় পৌঁছিয়াছি। ইহার প্রকৃত কারন এই যে... thumbnail 1 summary
এমনিইতো গাধা নির্বোধ জীব, তদুপরি যদি বৃদ্ধ হয় তবে তো আরও নির্বোধ হয়। এই আমি/আমরা নির্বুদ্ধিতার চরম সীমায় পৌঁছিয়াছি।
ইহার প্রকৃত কারন এই যে, উপদেষ্টার উপদেশে মনোনিবেশ করি না; বরং আমরা আমাদের সর্দার প্রধানের ইশারা-ইঙ্গিতে নাচিতে থাকি।
আমি/আমরা সর্দারের জবান ছাড়া কথা বলি না, তাদের কথাই শুনি। অর্থাৎ সর্ব বিষয়ে ও সর্বকাজে আমি/আমরা সর্দারের ইশারা-ইঙ্গিতে চলি।
আমরা গাধার চাইতেও নির্বোধ, কারন, আমরা প্রকৃত জ্ঞানীর কাছে ঘেঁষি না এবং তাদের উপদেশ গ্রহন করি না।
Image may contain: outdoor

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন