আমিরী সংগীত
————————
লা’ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাছুল
হৃদয় বাগানে ফুটে ঈমানের ফুল
দুরুদ পড়রে মোমিন ভাই।।
————————
লা’ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাছুল
হৃদয় বাগানে ফুটে ঈমানের ফুল
দুরুদ পড়রে মোমিন ভাই।।
একা ছিলেন আল্লা পাক’ গোপনের গোপন
আল্লা গোপনের গোপন
মোহাম্মদি নূরে করলেন, সকলি সৃজন।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
আউয়ালে বানাইয়া আল্লায়’ হাবীব ডাকিল
আল্লায় হাবীব ডাকিল
আরবিতে মানব তন, মোহাম্মদ বানাইল।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
দুরুদ অমূল্য ধন’ যে করে আমল
দুরুদ যে করে আমল
সার্থক জিন্দেগি তাঁর, মরণ সফল।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
ইয়ুছাল্লুনা আলান্নাবিয়্যি’ রইয়াছে কোরানে
আয়াত রইয়াছে কোরানে
আল্লায় নিজে দুরুদ ভেজে, কইন আমীর উদ্দিনে।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
----কারী আমির উদ্দিন।
আল্লা গোপনের গোপন
মোহাম্মদি নূরে করলেন, সকলি সৃজন।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
আউয়ালে বানাইয়া আল্লায়’ হাবীব ডাকিল
আল্লায় হাবীব ডাকিল
আরবিতে মানব তন, মোহাম্মদ বানাইল।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
দুরুদ অমূল্য ধন’ যে করে আমল
দুরুদ যে করে আমল
সার্থক জিন্দেগি তাঁর, মরণ সফল।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
ইয়ুছাল্লুনা আলান্নাবিয়্যি’ রইয়াছে কোরানে
আয়াত রইয়াছে কোরানে
আল্লায় নিজে দুরুদ ভেজে, কইন আমীর উদ্দিনে।।
দুরুদ পড়রে মোমিন ভাই।
----কারী আমির উদ্দিন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন