মনের আশা মনে রইলো জ্বলে পুড়ে হইলাম ছাই
বিধি সে বেদনা জানে অন্যে জানে নাই।।
বিধি সে বেদনা জানে অন্যে জানে নাই।।
আমারই অন্তরের দূঃখ কইতে গেলে ফাটে বুক
লোকের কাছে যাই না কভু লইয়া পোড়া মুখ,
রাখতে আছি হৃদ মাঝারে কইবো দূঃখ কারো ঠাই।।
লোকের কাছে যাই না কভু লইয়া পোড়া মুখ,
রাখতে আছি হৃদ মাঝারে কইবো দূঃখ কারো ঠাই।।
আমি নারী অবলা সহিলাম যৌবন জ্বালা
কালার লাগি কানতে কানতে শরীর হইলো কালা,
কী ফল হবে যৌবন গেলে যদি বন্ধের দেখা পাই।।
কালার লাগি কানতে কানতে শরীর হইলো কালা,
কী ফল হবে যৌবন গেলে যদি বন্ধের দেখা পাই।।
জালালের পাগলা মন রইলো সদা উচাটন
অন্তিম কালে পাই যদি তার রাঙ্গা দুই চরণ,
তাতেই প্রাণে শান্তি নিব শেষ কথা বলিয়া যাই।।
অন্তিম কালে পাই যদি তার রাঙ্গা দুই চরণ,
তাতেই প্রাণে শান্তি নিব শেষ কথা বলিয়া যাই।।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন