#তুচ্ছ জিনিষ উচ্চ করে দিয়েছেন সাঁই দয়াময়
:-জানতে গেলে তালাশ কর ছাড়িয়া কলঙ্কের ভয়।।

#ভক্তি আর বিশ্বাসের বলে বাহ্য ভাব ছাড়িয়া দিলে
:-মুর্শিদের চরণ তলে শিশুর মত লও আশ্রয়।।

#সেই জিনিষের এমনি গুণ জলে নীচে জ্বলছে আগুন
:-দিনে দিনে বাড়লে দ্বিগুণ পুড়ে মেবে রিপুদ্বয়।।

#প্রতি ঘটে আছে যিনি চেতনায় চৈতন্য তিনি
:-ঝড়িলে তার অঙ্গের পানি নতুন জীবন জন্ম পায়।।

#তুচ্ছ বস্তু দেখতে মন্দ গ্রহনে তার হয় আনন্দ
:-শুনলে প্রথম লাগে দন্ধ অন্দকারে পড়তে হয়।।

#চারি চঁন্দ্র করে খাঁটি পুড়ে লওগা কাঁচা মাটি
:-যাবে না আর ভবের ভাটি ভাবিয়া জালালে কয়।।
![]() |
jalal uddin kha |
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন