মাইজভাণ্ডারী ছামা গানের লিরিক আমি কি মরন কে ডরি
আমি কি মরনকে ডরি
আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী।।
জন্ম মৃত্যুর অধিন যারা তাদের জরুর হুশিয়ারি।
যেই দেশে নাই জন্ম মরন সেই দেশে মোর বসত বাড়ি।।
আজরাইল যাহার আমিও তার আমরা দুইজন করি দুই চাকুরী।
আজরাইল জান কবজ করে আমি করি তাবেদারি।।
মোরাকাবায় মোসায়েদায় পীর বরজক থাকলে ধরি।
রমেশ বলে আজরাইল এলে খুজে পাইনা তার কোন বাড়ী।।
আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাইজভাণ্ডারী।।
জন্ম মৃত্যুর অধিন যারা তাদের জরুর হুশিয়ারি।
যেই দেশে নাই জন্ম মরন সেই দেশে মোর বসত বাড়ি।।
আজরাইল যাহার আমিও তার আমরা দুইজন করি দুই চাকুরী।
আজরাইল জান কবজ করে আমি করি তাবেদারি।।
মোরাকাবায় মোসায়েদায় পীর বরজক থাকলে ধরি।
রমেশ বলে আজরাইল এলে খুজে পাইনা তার কোন বাড়ী।।
রমেশশীলঃ মাইজভাণ্ডারী গান সমগ্র
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন