Recent Post

রবিবার, ১৩ মার্চ, ২০১৬

এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে লিরিক

এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মন্ত্র নগদ তলব তাকিত পত্র নেমে আসবে যবে।। মোহ ঘুমে যেদিন আমার মুদ... thumbnail 1 summary

এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।
মন্ত্র নগদ তলব তাকিত পত্র নেমে আসবে যবে।।
মোহ ঘুমে যেদিন আমার মুদিরে দুই চোখ
পাড়া-পড়শী, প্রতিবেশী পাবে কিছু শোক।
সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে।।
যতো বড় হউকনা কেন রাজা-জমিদার
জুড়ি গাড়ি, পাকা বাড়ি, ট্রানজিস্টার।
ও তার থাকবে না আর কোন অধিকার, বিষয় ও বৈভবে।।
চন্দ্র-সূর্য্য, গ্রহ-তারা, আকাশ-বাতাস, জল
তারা যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল।
সেদিন আমি থাকবোনা কেবল এই জনপূর্ণ ভবে।।
শব্দ-স্পর্শ, রূপ-রস, গন্ধ বন্ধ হলে যেন
এই পৃথিবীর অস্তিত্ত্ব বোধ থাকবেনা আর হেন।
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে।।

গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন বিজয় সরকার

কোন মন্তব্য নেই

একটি মন্তব্য পোস্ট করুন