গান গায় বলে সে আমারে করলো না সাথি
আমি কেনো বা করিয়াছিলাম এমন পিরিতি (২)
গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না
তাই বুঝিয়া নিষ্টুর বন্ধু করলে আমায় ঘৃনা (২)
লোকের মন্দ পুষ্প চন্দন আমার কি ক্ষতি ঐ
চলে গেছো পরের ঘরে দুঃখ নাই অন্তরে
সুখে থাকো ভালো থাকো এই দুয়া যায় করে (২)
তোমার ছবি রাখছি বুকে (২) করেছি সৃতি ঐ
কয় আলামিন তোমায় পাইলে করিতাম জিজ্ঞাসা
কেনো তুমি নষ্ট করলা আমার ভালোবাসা (২)
হইলো না আর ভালোবাসা (২) ঘটলো দুর্গতি
আমি কেনো বা করিয়াছিলাম এমন পিরিতি (২)
গরিব বলে এই সংসারে আমি কি মানুষ না
তাই বুঝিয়া নিষ্টুর বন্ধু করলে আমায় ঘৃনা (২)
লোকের মন্দ পুষ্প চন্দন আমার কি ক্ষতি ঐ
চলে গেছো পরের ঘরে দুঃখ নাই অন্তরে
সুখে থাকো ভালো থাকো এই দুয়া যায় করে (২)
তোমার ছবি রাখছি বুকে (২) করেছি সৃতি ঐ
কয় আলামিন তোমায় পাইলে করিতাম জিজ্ঞাসা
কেনো তুমি নষ্ট করলা আমার ভালোবাসা (২)
হইলো না আর ভালোবাসা (২) ঘটলো দুর্গতি